আবাসিক নীতিমালা
আবাসিক নীতিমালা
- ০১. ছাত্রাবাসে অবস্থানরত সকল ছাত্রকে মাদরাসার ভর্তি ফরমে বর্ণিত যাবতীয় নিয়মাবলী যথারীতি মেনে চলতে হবে।
- ০২. ছাত্রাবাসে অবস্থানরত ছাত্ররা কোনক্রমে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত মাদরাসা কম্পাউন্ডের বাহিরে যেতে পারবে না।
- ০৩. অনুমতি ছাড়া কোন ছাত্র মাদরাসা ত্যাগ করলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না এবং অনুমতি নিয়েও কোন ছাত্র মাদরাসা কম্পাউন্ডের বাইরে কোন ধরনের দূর্ঘটনার সম্মুখিন হলে তার জন্য মাদারাসা কর্তৃপক্ষ দায়ী থাকবেনা।
০৪. ছাত্রাবাসে অবস্থানরত ছাত্ররা মাদরাসা বন্ধের সময় ছাড়া অন্য সময় অভিভাবকের অনুমতি ছাড়া ছুটি পাবে না।
- ০৫. প্রতি মাসের নির্ধারিত খাবার চার্জ এবং সিট ভাড়া অগ্রিম পরিশোধ করতে হবে।
- ০৬. কোন শিক্ষার্থী ছাত্রাবাস হতে চলে যেতে হলে বছরের বাকি মাস সমূহের সিট ভাড়া এবং বকেয়া (যদি থাকে) পরিশোধ করতে হবে।
০৭. প্রত্যেক শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থানের জন্য আমানত হিসাবে ৫০০ টাকা জমা রাখতে হবে যা যাবার সময় ফেরত দেওয়া হবে।
- ০৮. স্থানীয় যে সকল শিক্ষার্থী ছাত্রবাসে অবস্থান কবে তারা ছাত্রবাসে খাবার খাবে অথবা ছাত্রাবাসে খাবার সরবরাহের ব্যবস্থা করবে। খানার অযুহাতে বাসার সাথে যোগযোগ করা যাবে না।
- ০৯. দাখিল, আলিম ও ফাযিল জামায়াতে অবস্তানরত শিক্ষার্থীদেরকে আলিম, ফাযিল ও কামিল জামায়াতে অত্র মাদরাসায় অধ্যয়ণ করতে হবে, অন্যথায় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত চার্জ পরিশোধ ব্যতীত নম্বর পত্র প্রদান করা যাবে না।
- ১০. শিক্ষার্থীদের পরস্পর অশোভনীয় আচরণ, অশালীন কথাবার্তা ইত্যাদি ছাত্রাবাসে সিট বাতিল হওয়ার মত অপরাধ।
- ১১. ছাত্রাবাস কর্তৃপক্ষ যাকে যে স্থানে সিট দেবে তাই মেনে নিতে বাধ্য থাকতে হবে।
- ১২. ছাত্রবাসে অবস্থানরত সকল ছাত্রকে যথারীতি বাধ্যতামূলকভাবে পাগড়ী ব্যবহার করতে হবে।
- ১৩. নামাযের জামাত, যিকির, তাসবীহ, তাহলীল, মিলাদ, দোয়া, ঢিলা-কুলুখ ও মিসওয়াক ইত্যাদি যথারীতি অনুশীলন করতে হবে।
- ১৪. বিনা অনুমতিতে ক্লাস চলাকালীন সময়ে ছাত্রাবাসে অবস্থান করা সম্পূর্ণ নিষিদ্ধ।
- ১৫. পরীক্ষায় অকৃতকার্য হলে তার ছাত্রাবাসের সিট বাতিল হবে।
- ১৬. ছাত্রাবাস পরিচালকের নির্দেশ অনুযায়ী মাদরাসা সংশ্লিষ্ট সকল কাজ করতে হবে।
- ১৭. ছাত্রাবাসের কোন ছাত্র কোন প্রকার সংগঠন, সমিতি, সংস্থার সাথে জড়িত থাকতে পারবে না। এমনকি কোন সংগঠনের কর্মীদের সাথে যোগাযোগ, সংগঠনের সাথে আলাপ আলোচনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
- ১৮. ছাত্রাবাস কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোন মেহমানকে ছাত্রাবাসে রাখা যাবে না।
- ১৯. বোর্ডিং এর খোরাকি ব্যয় প্রতি মাসের পূর্বে পরিচালকের কাছে জমা দিতে হবে এবং ছাত্রাবাসের নির্ধারিত ব্যয় যথাসময়ে আদায় করতে হবে।
- ২০. স্থানীয় কোন লোকজনের সাথে বিশেষ ধরনের সম্পর্ক, লেনদেন, দোকান থেকে বাকীতে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ।
- ২১. পরস্পর ছাত্র ভাই, শিক্ষক, কমিটির সদস্য, মেহমান ও স্থানীয় লোকজনের সাথে সৌজন্যমূলক ও শালীন ব্যবহার করতে হবে।
- ২২. মাদরাসার আসবাবপত্র, নিজের মাল সামানা যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং পরিস্কার-পরিচ্ছন্নতার প্রতি বিশেষভাবে যত্নশীল হতে হবে।
- ২৩. মাদরাসা অফিসে, শিক্ষকদের রুমে, খাবার ঘরে ও পরস্পর ছাত্রদের রুমে এবং সিটে বিনা প্রয়োজনে বিনা অনুমতিতে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
- ২৪. ছাত্রাবাসে নির্ধারিত রুটিন অনুযায়ী সকল কাজ সম্পন্ন করতে হবে। ছাত্রাবাসের কোন শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হলে পরিচালকের অনুমতি নিতে হবে।
- ২৫. কোন রাজনৈতিক সংগঠনের পুস্তক, পত্রিকা এবং কোন ধরনের অশ্লিল পুস্তক ও পত্রিকা পড়া সম্পূর্ণ নিষিদ্ধ।
- ২৬. ছাত্রাবাস কর্তৃপক্ষের বিনা অনুমতিতে মোবাইল ফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।