প্রধান বৈশিষ্ট্যসূমহ
প্রধান বৈশিষ্ট্যসূমহ
- দলীয় রাজনীতিমুক্ত পরিবেশ।
- মাদরাসা শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয়।
- সুন্নাতে নববীর পূর্ণ অনুসরণ।
- আলিয়া ও কওমী মাদরাসার সিলেবাসের অপূর্ব সমন্বয়।
- সার্বক্ষণিক অভিজ্ঞ শিক্ষকের তদারকী।
- সিসি ক্যামেরা দ্বারা সম্পূর্ণ নিয়ন্ত্রিত।
- ওয়েব বেইজড সফ্টওয়ারের মাধ্যমে রেজাল্ট প্রকাশ।
- অভিভাবকগণ যে কোন জায়গা থেকে শিক্ষার্থীদের রেজাল্ট ও অন্যান্য ইনফরমেশন সফ্টওয়ারের মাধ্যমে জানতে পারবে।
- সাপ্তাহিক আলোচনা সভা, বিতর্ক, সাধারণ জ্ঞান ও রচনা প্রতিযোগিতা ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ।
- ইনকোর্স ও সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ।
- আমলী ও মৌখিক পরীক্ষার ব্যবস্থা।
- সুন্দর ও স্বাস্থ্যসম্মত আবাসিক ব্যবস্থাপনা।
- শিক্ষার্থীদের আমলী যিন্দেগী গঠনের জন্য ফরজ ইবাদতের পাশাপাশি নফল নামায (আউয়াবীন, ইশরাক, তাহাজ্জুদ) বাদ মাগরিব যিকির আযকার ও সূরা ওয়াকিয়া, বাদ ইশা দরুদ শরীফ ও সূরা মুলক ইত্যাদির অনুশীলনের ব্যবস্থা করা হয়।
- শিক্ষার্থীদের আমলী যিন্দেগী গঠনের প্রেষণা প্রদানের জন্য সাপ্তাহিক তারবিয়াতী জলসার আয়োজন করা হয়।
- প্রতিবছর অতিরিক্ত ক্লাসের মাধ্যমে দাখিল পর্যায়ে উসূলুশ শাশি, মুখতাসারুল কুদুরি, আলিম পর্যায়ে শরহে বেকায়া, নুরুল আনওয়ার, ফাযিল পর্যায়ে তাফসীরে জলালাইন, মেশকাতুল মাসাবিহ এবং কামিল পর্যায়ে সহিহ বুখারি, জামে তিরমিযি খতমের ব্যবস্থা।
- রুটিন মাফিক দৈনিক কুরআন তেলাওয়াতের ব্যবস্থা।
- আরবি ভাষায় পারদর্শিতা অর্জনের লক্ষ্যে আরবি ক্লাব (নদওয়াতুল লুগাতিল আরাবিয়্যাহ) গঠন।
- আরবী ব্যাকরণে পারদর্শিতা অর্জনের লক্ষ্যে নাহু সরফের কোর্সের ব্যবস্থা
- বিশুদ্ধ কুরআন তেলাওয়াত শিক্ষা দানের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
- হাফেজ ছাত্রদেরকে বিশেষ ব্যবস্থাপনায় অল্প সময়ে অষ্টম শ্রেণির উপযোগী করে গড়ে তোলার প্রায়াশ চালানো হয়
- হাফেজ ছাত্রদেরকে বিশেষ ব্যবস্থাপনায় অল্প সময়ে অষ্টম শ্রেণির উপযোগী করে গড়ে তোলার প্রায়াস চালানো হয়।
- সাপ্তাহিক কিয়ামুল লাইলের মাধ্যমে তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলার চেষ্টা।
- আরবি ও ইংরেজী ভাষার উপর বিশেষ গুরুত্বারোপ।
- ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে আরবী ও ইংরেজীর ব্যসিক গঠন করা।
- সকল ক্লাশে আরবী ও ইসলামী বিষয়গুলো মূল আরবী কিতাব দিয়ে দরস দান।
- সুন্দর “হাতেরলেখা” শেখার প্রশিক্ষণ।
- বার্ষিক কার্যক্রম মোতাবেক প্রতিষ্ঠান পরিচালনা।
- শিক্ষার্থীদের আমলী যিন্দেগী গঠনের জন্য ফরজ ইবাদতের পাশাপাশি নফল নামায (আউয়াবীন, ইশরাক, তাহাজ্জুদ) বাদ মাগরিব যিকির আযকার ও সূরা ওয়াকিয়া, বাদ ইশা দরুদ শরীফ ও সূরা মুলক ইত্যাদির অনুশীলনের ব্যবস্থা করা হয়।
- শিক্ষার্থীদের আমলী যিন্দেগী গঠনের প্রেষণা প্রদানের জন্য সাপ্তাহিক তারবীয়াতী জলসার আয়োজন করা হয়।
- প্রতিবছর অতিরিক্ত ক্লাসের মাধ্যমে দাখিল পর্যায়ে উসূলুশ শাশি, মুখতাসারুল কুদুরি, আলিম পর্যায়ে শরহে বেকায়া, নুরুল আনওয়ার, ফাযিল পর্যায়ে তাফসীরে জলালাইন, মেশকাতুল মাসাবিহ এবং কামিল পর্যায়ে সহিহ বুখারি, জামে তিরমিযি খতমের ব্যবস্থা।
- রুটিন মাফিক দৈনিক কুরআন তেলাওয়াতের ব্যবস্থা।
- আরবি ভাষায় পারদর্শিতা অর্জনের লক্ষ্যে আরবি ক্লাব (নদওয়াতুল লুগাতিল আরাবিয়্যাহ) গঠন।
- বিশুদ্ধ কুরআন তেলাওয়াত শিক্ষা দানের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
- হাফেজ ছাত্রদেরকে বিশেষ ব্যবস্থাপনায় অল্প সময়ে অষ্টম শ্রেণির উপযোগী করে গড়ে তোলার প্রায়াশ চালানো হয়।
- হাফেজ ছাত্রদের হিফজ ইয়াদ ঠিক রাখার জন্য সাপ্তাহিক হিফজ পরীক্ষার ব্যবস্থা।