অধ্যক্ষের বাণী
অধ্যক্ষ মহোদয়ের বাণী
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়ের বাণী বিস্তারিত
মো: শরীফ উদ্দিন আহমদ
অধ্যক্ষ
ইসলাম আল্লাহ তাআলার একমাত্র পছন্দনীয় দ্বীন। এ দ্বীন পৃথিবীতে প্রতিষ্ঠার দায়িত্ব মানুষের। দ্বীন সংরক্ষণ করা দ্বীন প্রতিষ্ঠার একটি মৌলিক ও পূর্বশর্তমূলক কাজ। দ্বীন সংরক্ষণের প্রধান দিক হলো ইলমে দ্বীন তথা কুরআন ও সুন্নাহকে সংরক্ষণ করা। এ সুমহান লক্ষ্যে যুগে যুগে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা ইলমে দ্বীনকে হেফাজত করার জন্য পৃথিবীর আনাচে কানাচে অসংখ্য মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। মক্তব, হিফজখানা, আলিয়া, কওমী ও দ্বীনিয়া মাদরাসাসহ সকল দ্বীনি মারকাজ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল ইলমে দ্বীনকে সংরক্ষণ করা। জ্ঞানার্জন ও আমলের মাধ্যমে ইলমে দ্বীন হেফাজতের লক্ষ্যে প্রতিষ্ঠিত এ সকল মাদরাসার মধ্যে আলিয়া মাদরাসার বর্তমান অবস্থা বড়ই নাজুক।
অধ্যক্ষ
হজরত শাহ্জালাল (র.) আলিম মাদরাসা