হজরত শাহ্জালাল (র.) আলিম মাদরাসা
ইসলাম আল্লাহ তায়ালার একমাত্র পছন্দনীয় দ্বীন। এ দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠার দায়িত্ব আমাদের। দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি মৌলিক কাজ হলো- দ্বীন সংরক্ষণ করা। আর দ্বীন সংরক্ষণের প্রধান কাজ হলো- ইলমে দ্বীন তথা কুরআন ও সুন্নাহর ইলমকে সংরক্ষণ করা। যুগে যুগে আল্লাহ তায়ালার প্রিয় বান্দাদের দ্বারা এ দেশের আনাচে কানাচে প্রতিষ্ঠিত শত শত মক্তব, হিফজখানা, আলিয়া, কওমি ও দ্বীনিয়া মাদরাসাসহ সকল দ্বীনি মারকাজ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল ইলমে দ্বীনকে সংরক্ষণ করা। |